এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “তারেক মাসুদ” নামে এক ব্যক্তিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলার সভাপতি পরিচয় দিয়ে একটি ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঝিনাইদহ জেলা সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, “তারেক মাসুদ” নামে ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখায় অতীতে কখনো কোনো সভাপতি ছিলেন না এবং বর্তমানে ওই নামে কেউ কোনো দায়িত্বে নেই। ভিডিওতে যাকে ছাত্রশিবির নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
ছাত্রশিবিরের দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভিডিওটির সঙ্গে ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দের সরাসরি বা পরোক্ষভাবে কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করে জানানো হয়।
লিখিত বক্তব্যে ওবাইদুর রহমান খাঁন বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছাত্ররাজনীতি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে আমরা সকলকে আহ্বান জানাই—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে সত্যতা যাচাই করুন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতা-নির্ভর ছাত্রসংগঠন, যা সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে এসেছে। আমরা অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ভবিষ্যতেও নেব।”
সংবাদ সম্মেলন থেকে সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়—মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত