প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:৫১ পি.এম
বৃষ্টি উপেক্ষা করে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা ও সহমর্মিতা—শহীদ সাব্বির আহমেদের পরিবারে উপস্থিত জেলা নেতৃত্ব
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে সোমবার (সকাল ৯:৩০), বৃষ্টি উপেক্ষা করে শহীদ সাব্বির আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আনে আজম মোঃ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, তারবিয়াত সেক্রেটারি মুহাদ্দিস রবিউল ইসলাম, মাওলানা তাজুল জল ইসলাম এবং শৈলকুপা উপজেলা আমির ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান।
নেতৃবৃন্দ শহীদ সাব্বির আহমেদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারটির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই ব্যতিক্রমী সাক্ষাৎকার প্রমাণ করে, মানবিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক নেতৃত্ব সবসময় জনগণের পাশে থাকতে চায়, বিশেষ করে শহীদ পরিবারের মতো অসহায় ও সম্মানিত মানুষদের পাশে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত