এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলেচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওলিয়ার রহমান এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। বক্তব্য রাখেন ডাঃ মাহবুবা আক্তার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বদিউর রহমান,ফেরদৌসী আলম,পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান,রিক্তা খাতুন,পলাশ মিয়া এবং রেহানা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা এবং তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি এখানে প্রত্যেকেই মূহুর্তে সকল সংবাদ জেনে যায়। তিনি বলেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মর্যাদা সম্মান তাদের কাজের মাধ্যমে অর্জন করতে হবে। তিনি বলেন এই জেলায় ৭শত মাঠ কর্মী ২১ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে তারা যেমন স্বাস্থ্যসেবা এবং পরিবারের কল্যানে কাজ করছে তেমনি তারা আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি,বাল্য বিয়ে প্রতিরোধ ,পারিবারিক বন্ধন ও অস্থিরতা দূরীকরণে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন আমাদের দেশে কর্মক্ষোম জনশক্তি এমন এক পর্যায়ে রয়েছে যা ২০৪০ সালে গিয়ে শেষ হবে এ কারণে সুবর্ণ এই সময়কে কাজে লাগাতে হবে। তিনি বলেন গতানুগতিক এই শিক্ষার বাইরে গিয়ে এই জনশক্তিকে প্রযুক্তিগত এবং টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি উপস্থিত পরিবার পরিকল্পনা সহকারীদের অভাব অভিযোগের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পরে তিনি বিভিন্ন বিভাগে কৃতিত্ব রাখার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।