প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:৩৩ পি.এম
কালীগঞ্জে জামায়াতের স্বাগত কর্মসূচি: জাতীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুত
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জ পৌরসভায় এক স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া সত্ত্বেও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ও পৌরসভা মেয়র পদে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান বলেন, “১৯ জুলাইয়ের সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় দাবি প্রতিষ্ঠার প্রক্রিয়া।” তিনি পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে সময় আরও বক্তব্য রাখেন: পৌর সেক্রেটারি মোঃ হাসানুজ্জামান হাসান, সিমলা-রোকনপুর ইউনিয়ন সভাপতি এরশাদ আলী, ত্রিলোচনপুর ইউনিয়ন আমির মাওলানা বিল্লাল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আমির মোঃ রাশেদুজ্জামান, ছাত্রশিবির কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আরাফাত হোসেন। বক্তারা বলেন, চলমান আন্দোলন একটি নৈতিক ও সাংবিধানিক দাবির প্রতিফলন যা শান্তিপূর্ণ ও গণভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আলোচনা সভা শেষে একটি শৃঙ্খলাপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে হালকা বৃষ্টি থাকলেও নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কালীগঞ্জের এ কর্মসূচিও সেই ধারাবাহিক প্রস্তুতির অংশ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত