প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:৪৫ পি.এম
আলোকিত অধ্যায়ের সমাপ্তি; বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে রতন স্যার ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত;
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান। মঙ্গলবার (১৪জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিয় শিক্ষক রতন কুমার সরকার এবং বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন সম্মানিত শিক্ষকদের সম্মানে।
অনুষ্ঠানে শিক্ষক রতন স্যারকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে বিদায় জানানো হয়। তিনি দীর্ঘ কর্মজীবনে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষাদান করে শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে রয়েছেন একজন আদর্শ শিক্ষক হিসেবে।
এছাড়াও বিদায় সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পূর্বে অবসরপ্রাপ্ত ও প্রাক্তন শিক্ষকদের যারা এক সময় এই প্রতিষ্ঠানের আলো ছড়িয়েছেন জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে। তাঁদের সম্মানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকরা।
প্রধান শিক্ষক মোঃ বিপ্লব হোসেন বলেন, “আমাদের এই বিদায়ী শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে নয়, জীবনের প্রতিটি পর্বে শিক্ষার্থীদের প্রেরণার উৎস ছিলেন।”

অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে শেষ হয়। উপস্থিত সকলের আন্তরিকতা, স্মৃতিচারণা ও হৃদয়ছোঁয়া বক্তব্যে পরিবেশ ছিল গভীরভাবে আবেগময়। শেষ মুহূর্তে নিঃশব্দতাও যেন এক ধরনের ভাষা হয়ে দাঁড়িয়েছিল—ভালবাসা, শ্রদ্ধা ও বিদায়ের অনুভূতি প্রকাশের নিঃশব্দ মাধ্যম। এই নীরবতাই যেন রতন স্যারের প্রতি সবার অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধার প্রতিচ্ছবি হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত