এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার (১০ জুলাই) সকাল থেকে শুরু করে দিনভর তিনি উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়সমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী সগীর আহমেদ, উপজেলা আমীর বাবুল হোসেন, সেক্রেটারি ইদ্রিস আলী, পৌর আমীর শফি উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোতাহার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে অধ্যাপক আবু বকর উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুণ্ডু, ও পৌরসভার প্রকৌশলী আকতারুজ্জামান–এর সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা তাদের দায়িত্ব যথাযথভাবে, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। দুপুরে তিনি উপজেলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কুলবাড়িয়া বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। বাদ আসর তিনি কুলবাড়িয়ার বর্ষীয়ান ব্যক্তিত্ব মরহুম হাজী মনির উদ্দীনের জানাজায় অংশগ্রহণ করেন।
দিনের শেষ ভাগে তিনি ফলসী মিলন বাজার ও সিঙ্গা এলাকায় গণসংযোগ পরিচালনার মাধ্যমে কর্মব্যস্ত দিনের সমাপ্তি ঘটান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত