1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিণাকুন্ডুতে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরের নির্বাচনী গণসংযোগ পাংশায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা ও লুটপাট ,আটক-১ ভোট দিন ইনসাফ ও পরিবর্তনের পক্ষে: মহেশপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান অবসরের পর নতুন দিগন্ত: মোঃ রিয়াজুল আলম খানের মৎস্য খামারের গল্প জাতীয় সমাবেশ বাস্তবায়নে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন: শৈলকুপায় ৪০ টনি বালুর ড্রাম ট্রাকের তান্ডব: ধ্বংসের মুখে গ্রামীণ সড়ক ও সেতু, প্রশাসন নির্বিকার! তিনদিন সরকারি ছুটি, শৈলকুপা পানি উন্নয়ন বোর্ড অফিসে দিনের বেলায় জ্বলছে বৈদ্যুতিক বাল্ব আযানের প্রতি শ্রদ্ধা: শৈলকুপার রথযাত্রায় ঢোল থামিয়ে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইবিতে চাঁদা চেয়ে বিপাকে দুই ছাত্রদল নেতা, ‘মাফ চেয়ে’ সমাধান

পাংশায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা ও লুটপাট ,আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) এর বাড়িসহ অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৮জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে।

আহতরা হলেন,ওই এলাকার আমির হোসেনের ছেলে তছির আহম্মেদ (২৯), লুৎফর মোল্লার ছেলে তন্ময় (১৪),মুল্লুক মোল্লার ছেলে ইসমাইল (১৫), মৃত শমসের আলীর ছেলে তাহিদ হোসেন (৫০) ও তানজিদ হোসেন (৪৫)। তারা সবাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,মোসলেম খাঁন এর নেতৃত্বে সুবর্ণ খোলা গ্রামের মিরাজ খান,একই গ্রামের জসিম খানের ছেলে সাদ খান, নটাভাঙা গ্রামের হুজুর আলী,তরুন,শহিদুল মোল্লা,কাজল খাঁন,সুবহান খান ও ফরিদ খাঁন হামলা ও লুটপাট চালিয়েছে।

কসবমাজাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লালচাঁদ বলেন, হামলা কারীরা আমার বাড়ির আসবাবপত্র ভাংচুর করে নগর অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। শুরু আমার বাড়ি না, আমাদের এলাকার গর্ব অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর স্যারের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে হামলা কারীরা।

তিনি আরও বলেন, হামলা কারীরা ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের সাথে দেখা যেতো। এখন তারা আবার আওয়ামীলীগের লোকজন সাথে নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় মসজিদের ইমাম বলেন,যখন হামলা হয় সে সময় আমি মসজিদে সামনে দাড়িয়ে ছিলাম। প্রায় ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের বেশিরভাগ বাড়িতে হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের প্রচুর ক্ষতি করে। তারা জুয়েল স্যারের বাড়িতেও হামলা চালায়।

অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) মুঠোফোন বলেন, আমি কখনো কল্পনা করতে পারি নাই আমার বাড়িতে হামলা হবে।তারা শুরু আমার বাড়িতেই হামলা করে নাই।তারা আমার গ্রামের অর্ধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। এখন প্রতিটি বাড়ির লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বেশি কয়েকটি বাড়িতে ভাংচুর হয়েছে। এ ঘটনায় মুক্তি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট