স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে, ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান, এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে তাকে দান করেন কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, আব্দুল গফুর যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন, এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ
ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন, উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন, নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত