এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর এলাকার কাশিপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মরহুম আজিজুর রহমান বিগত স্বৈরাচার সরকারের আমলে নির্যাতনের স্বীকার হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর কাশীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ম জানাজা নামাজ ও বাদ মাগরিব উপজেলার একতারপুর নিজ গ্রামের বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের প্রথম জানাজা নামাজে ইমামতি করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো: আবুবকর। জানাযায় সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা সেক্রেটারী মাও. আব্দুল আওয়াল, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবু তালিব। মরহুমের জানাযায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।