এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে ভিজিডি (VWB) প্রোগ্রামের আওতায় ৩০ কেজি চালের কার্ড বাছাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে নারীদের ভিড় দেখা যায়। তবে তালিকায় অধিকাংশ আবেদনকারীর নাম না থাকায় অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয় এক নারী জানান, “আমি জনপ্রতিনিধির কাছে কাগজ দিয়েছিলাম, এখন বলছে নাম নাই। অথচ আমার চেয়ে কম অবস্থা যাদের, তারা তালিকায় আছে।”
অপর একজন বলেন, “আমি মানুষের বাড়িতে কাজ করি, মেয়েটা প্রতিবন্ধী, কার্ডের জন্য অনেক আশা ছিল। এখন নাম না পেয়ে খুব কষ্ট লাগছে।”
এলাকাবাসীর অভিযোগ, যারা প্রকৃত দরিদ্র, তারা অনেকেই বাদ পড়েছেন। আবার কেউ কেউ জানান, আবেদন জমা দেওয়ার সময় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। একাধিক নারীর মতে, “অফিসে কাগজ দিয়েছি, আবার অনেকে দলের নেতাদের হাতেও দিয়েছি, তাও নাম আসেনি।”
পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, নামধারী তালিকা থেকে একজন একজন করে ডাক দেওয়া হচ্ছিল। যাদের নাম ছিল, তারা খুশি হলেও, অধিকাংশ আবেদনকারী হতাশ হয়ে ফিরে যান। অনেক নারী কেঁদে ফেলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় সচেতন মহলের দাবি, এমন সংবেদনশীল সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে যদি কোনো অনিয়ম হয়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আগামীকাল পুনরায় যাচাই-বাছাইয়ের কথা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা এবং ভুক্তভোগীরা স্বচ্ছ ও পক্ষপাতহীন বাছাইয়ের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত