এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২জুলাই) অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি বলেন, “জুলাই মাস এখন আর শুধু একটি সময়কাল নয়, এটি শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। বৈষম্যের বিরুদ্ধে যে তরুণরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তাদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ লাগানো মানেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান, যুব বিভাগের সভাপতি আকিমুর ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, শহীদদের স্মৃতি শুধু স্লোগানে নয়—বাস্তব কাজের মাধ্যমেই ধারণ করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো সেই কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে এই উদ্যোগে অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রোপণকৃত গাছগুলোর যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আয়োজকরা জানান, শহীদ স্মরণে ৩৬ জুলাই কেন্দ্রিক এই উদ্যোগকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।