এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের এক শিশুু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।
স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র্যাকের উপর রেখে দেয় । পরে শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরেপরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই তার মরাদেহ বাবা মায়ের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, এইচএসএস সড়কের সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি ও সমবায় মার্কেটের সকল ব্যবসায়ীরা সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত