এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আসছেন শাইখুল হাদীস, বাতিলের আতঙ্ক, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক। খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার বিভিন্ন কওমী মাদরাসায় দাওয়াতী প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দাওয়াতী এই কর্মসূচিতে অংশ নেন আস-সুন্নাত ট্রাস্ট, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিভিন্ন কওমী মাদরাসার শায়খুল হাদীস, মুফতী ও মুহাদ্দিসগণ। তারা সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন এবং সর্বস্তরের উলামায়ে কেরামের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, শৈলকুপা উপজেলা সভাপতি আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, যুব মজলিসের উপজেলা সভাপতি হাফেজ ইকরামুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, দ্বীনের হেফাজতে ও বাতিলের মোকাবেলায় এ সম্মেলন মাইলফলক হয়ে থাকবে। তাঁরা সর্বস্তরের মুসলিম জনতাকে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলনের শক্তি বাড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত