এ.এস আব্দুস সামাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমির মোঃ বাবুল হোসেন । তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত মেহমান মাওলানা মোঃ তাজুল ইসলাম , উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী,পৌর আমির শফি উদ্দিন, তিন বিভাগের তদারককারী সাদিকুর রহমান, উপজেলা জামায়াতের সূরা সদস্য সহ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি মহোদয়েরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের পথ সুগম করেছে। তাদের আত্মত্যাগের মূল্য আমরা রাজপথে ও সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কথা বলে, কাজ করে পরিশোধ করব।
পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত