1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগে কক্সবাজার বিএনপি সভাপতির মামলা, ৫ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :  চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হয়। ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারার আওতায় মামলাটি আমলে নিয়ে দায়িত্বপ্রাপ্ত বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘ডিজিটাল অগ্রযাত্রা’র প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহমদ ও ইমান হোসাইন, একই গণমাধ্যমের প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

বাদিপক্ষের আইনজীবীর দাবি, অভিযুক্তরা শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে। গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’র ফেসবুক পেইজে “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী”—এমন একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে সুলতান আহমদ ও ইমান হোসাইন নামের দুইজনের মিথ্যা সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এডভোকেট ছমি উদ্দিন আরও জানান, প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে তাদের সঙ্গে বাদির কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। মূলত রাজনৈতিকভাবে হয়রানি এবং মানহানি করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পিবিআই দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট