এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী এলাকার মহিষগাড়ী গ্রামের মৃত মোশাররফ মন্ডলের ছেলে ব্যবসায়ী উজ্জ্বল হোসেন হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল হোসেন সাংবাদিকদের জানান, তিনি ব্যবসার বেচা-কেনা শেষে দুই দিনের টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে দুর্লব চানপুর আসলে তার গতিরোধ করে কয়েজন মিলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সাথে থাকা প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সময় অনেকেই তাকে এলোপাতাড়ি মারধর করলেও একজনকে তিনি চিনতে পারেন, যার নাম বলেন জাহাঙ্গীর।
ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল হোসেন ঝিনাইদহের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তিনি ছিনতাই হওয়া টাকা ফেরত চান এবং দোষীদের যথাযথ তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন।