এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বড়বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাতকে গ্রামবাসী আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ডাকাত উজ্জ্বল হোসেন ধারালো অ/স্ত্রসহ বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করলে বাড়ির মালিক সজীব হোসেন টের পান। বাধা দিতে গেলে উজ্জ্বল তাকে ধারালো অ/স্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় সজীব হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গ্রামবাসীরা ধাওয়া করে ডাকাত উজ্জ্বল হোসেনকে আটক করে। খবর পেয়ে তমালতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।