এ.এস আব্দুস সামাদঃ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষার লক্ষ্যে শৈলকুপা উপজেলায় আজ (৩০জুন) সোমবার অবৈধ চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি ৫ নং কাচেরকোল ইউনিয়নের কচুয়া বাজার, ৩ নং দিগনগর ইউনিয়নের তামালতলা বাজার, পৌরসভার কবিরপুর নতুন ব্রিজের নিচ থেকে মোট ২৮ টি অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেন। মূল উদ্দেশ্য হলো দেশীয় মাছের প্রজনন ও টিকে থাকার পরিবেশ রক্ষা করা।”
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যেসব স্থানে এসব অবৈধ জাল আপব্যবহার হচ্ছে, সেখানে পর্যায়ক্রমে আরও কঠোর অভিযান চালানো হবে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে প্রচারণা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব জাল ব্যবহারে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতের মাছ উৎপাদনে বিপর্যয় সৃষ্টি করে।”
স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দেশীয় মাছ রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত