এ.এস আব্দুস সামাদঃ দলীয় নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার খুশিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শুকরানা সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় মিছিলটি উপজেলা সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের ছবি ও পোস্টার নিয়ে নেতা-কর্মীরা আনন্দে ভাসতে থাকেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এস এম মতিউর রহমান, উপজেলা আমীর অধ্যক্ষ ফিরোজ আহমেদ, উপজেলা সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন , উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মোঃ লতাসহ
প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় এক যুগ ধরে আইনি লড়াই ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের ২৪ জুনের গেজেট প্রকাশের মাধ্যমে ন্যায় ও সত্যের বিজয় হয়েছে।
তারা আরও বলেন, এই রায় শুধু একটি প্রতীকের স্বীকৃতি নয়, এটি এক দশকের জুলুম-নিপীড়নের প্রতিক্রিয়া। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।