এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলমীর যুব বিভাগের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে শনিবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আব্দুল আওয়াল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ সমাজে যতক্ষন জুলুম, অনাচার, অবিচার সন্ত্রাস, চাঁদাবাজি অব্যাহত থাকবে ততক্ষন আমাদের লড়াই এবং সংগ্রাম চলতেই থাকবে।
সভায় প্রধান আলোচক হিসেবে ব্ক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. আবু তালিব।
তিনি বলেন, আমরা সুন্দর, নিরাপদ, মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা ভাবছি। উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন আপনারাই এমন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাও. ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক মোল্লা, তালিমুল কোরানের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাও. শহীদুজ্জামান, থানা সেক্রেটারী মাও.লুৎফর রহমান, সহকারী সেক্রটারী মাও. মতিউর রহমান, পৌর আমীর হাফেজ আব্দুল করিম, শিবিরের সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামন মিঠু, শিবিরের কালীগঞ্জ সভাপতি এ এইচ এম মুর্তজা প্রমূখ। সভায় ঝিনাইদহ-৪ আসনের প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন কর্ম কৌশল গ্রহণে আগত নেতা-কর্মীদের মতামত গ্রহণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারী আব্দুল জলিল।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত