এ.এস আব্দুস সামাদ: মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত।
বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল হেল মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রবিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ থেকে ক্ষতিকর মাদক নির্মূল করতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। উঠতি বয়সীদের দিকে বিশেষ নজরদারী রাখতে হবে। সেই সাথে মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরো জোরদার করার দাবী জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত