🖋️এ.এস আব্দুস সামাদ: গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব ও অপসংবাদিকতা রোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।
২১ জুন ২০২৫, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ সার্কিট হাউস কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় গণমাধ্যমের নৈতিকতা, সংবাদ পরিবেশনের দায়িত্বশীলতা, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া ও অপপ্রচারের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। তিনি বলেন, “একটি সুশৃঙ্খল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজের দর্পণ হয়ে উঠতে পারেন।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ। তারা সংবাদ পরিবেশনে সততা, দায়িত্বশীলতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বস্তুনিষ্ঠতা বজায় রেখে তথ্যভিত্তিক ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়।”
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি ঝিনাইদহের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত