এ.এস আব্দুস সামাদ: 'দেশি ফল বেশি খাই, আসল ফলের গাছ লাগাই'—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। দেশীয় ফলের প্রচার, সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুন ) সকালে সজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশীয় ফলের গুণাগুণ ও গুরুত্ব তুলে ধরেন এবং ফল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুলসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাগান ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও পরিচর্যা বিষয়ক দিকনির্দেশনামূলক স্টল এবং সচেতনতামূলক কার্যক্রমও ছিল মেলার অন্যতম আকর্ষণ।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলা চলবে আগামী কয়েক দিন ধরে। মেলা ঘুরে দেখার জন্য প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত