মাগুরা জেলা প্রতিনিধি : শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি ও ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে প্রতারণার অভিযোগে মাগুরার শ্রীপুরে দুইটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত কাজলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তদারকিকালে মেসার্স রহমান ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে দেখা যায়, সরকার নির্ধারিত ১৩৫০ টাকার টিএসপি সার বিক্রি করা হচ্ছে ২১৯০ টাকায়, এবং ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছে ১২৫০ টাকায়। প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের উপযুক্ত ভাউচারও দেখাতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক মুন্সি মো. মুশফিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অভিযানে মেসার্স বাবু ফার্মেসি পরিদর্শন করা হলে সেখানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে, ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে রোগী দেখানো হচ্ছিল। এ অপরাধে ফার্মেসির মালিক মো. রবিউল ইসলাম বাবুকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি দল। কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত