এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন “ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আজ সোমবার বিকেল ৪টায় হরিনাকুন্ডু দোয়েল চত্বরে অনুষ্ঠিত হলো ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সমাবেশ-২০২৫”।
শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিনাকুন্ডু শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিনাকুন্ডু শাখার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আলী আযম মোঃ আবুবকর, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ হারুন অর রশিদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঝিনাইদহ জেলা শাখা।
মোঃ বাবুল হোসেন আমির,বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা শাখা
মোঃ ইদ্রিস আলী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিনাকুন্ডু উপজেলা শাখা।
মোঃ শফিউদ্দিন আমির হরিণাকুন্ডু পৌরসভা।
উক্ত সমাবেশে অতিথি মহাদয়েরা তাদের মূল্যবান বক্তব্যে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠনের ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যতে শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশে হরিণাকুন্ডু উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিলো অত্যন্ত উৎসবমুখর এবং শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে। এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও প্রশাসন সহ সাধারন জনতা উপস্থিত ছিলেন।