1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

শৈলকুপায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ জুন বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্তে উপজেলা বিএনপির পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন—জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জর্দার, রাকিবুল হাসান খান দীপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এটিএম শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি এবং দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল।

তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি হামলার প্রকৃত ঘটনা, ককটেল বিস্ফোরণের সত্যতা এবং কোনো পক্ষ জড়িত আছে কিনা তা যাচাই করবে। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সমাবেশে অংশ নিতে জয়ন্ত কুন্ডুর নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে পৌঁছালে পাশেই ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে শেখপাড়া বাজারে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট