এ.এস আব্দুস সামাদ: কুষ্টিয়া ইবি থানাধীন মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গু লি করে হত্যার অভিযোগ উঠেছে।
১০ জুন রাত ৯ টার দিকে মধুপুর গরুর বাজারে চা খেতে গেলে মোঃ টুটুল হোসেন (৫৫) নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল চা খাওয়ার উদ্দেশ্যে বাজারে এসে একটি দোকানে বসে। এই সময় ২ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে মোটর সাইকেলের উপর থেকেই তাকে উদ্দেশ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
মোঃ টুটুল হোসেন (৫৫) মধুপুর গ্রামের মৃত তোরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে বছরখানেক এসে একটি মুদি দোকান দিয়েছে এবং পাশাপাশি কলার ব্যবসা করেন। টুটুল হোসেনের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে টুম্পা খাতুন (২১) এর ৬ বছর আগে কুষ্টিয়া পেয়ারা তোলার মোঃ মীর মামুন এর ছেলে ইমরান হোসেন (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘর আলো করে একটি পুত্র শিশুর জন্ম হয় এরই মধ্যে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় বিয়ের ২ বছর পর টুম্পা খাতুন ইমরানকে ডিভোর্স দিয়ে দেয়।
ইমরান এই ডিভোর্স ইমরান মেনে না নিয়ে মাঝেমধ্যে মধুপুরে তার শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতো তার ছেলেকে দেখতে। টুম্পাকে পুনরায় বিয়ে করার জন্য প্রস্তাব দেয় তবে টুটুল হোসেন টা মেনে না নেয়াই তার মেয়ে তা প্রত্যাখ্যান করে। ইমরানের সাথে টুম্পার বিয়ে না দেওয়ায় ইমরান তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতো ও টুটুলকে মেরে ফেলার হুমকি ধামকি পর্যন্ত দিয়েছেন বলে জানান টুম্পা।
মোঃ টুটুল হোসেনকে গুলি করে হ ত্যার পরে একটি পিস্তল ও ৬ রাউন গুলি সহ একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা ইবি থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে লা শ, অ স্ত্র গু লি ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।