এ.এস আব্দুস সামাদ : শৈলকুপা উপজেলার কৃতি সন্তান ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত বিসিএস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত “শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম”–এর উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুন) বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল ও শৈলকুপার গর্বিত সন্তান মোঃ আসাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শৈলকুপা যেমন ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি মেধা ও প্রজ্ঞার ক্ষেত্রে দেশের প্রশাসনিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের উচিত, এই ঐতিহ্যকে ধরে রেখে শৈলকুপার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, “শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম কেবল একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা নয়; এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক। দেশের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা নিজ জন্মস্থান শৈলকুপার উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারেন, সেটিই আমাদের ভাবনার কেন্দ্রবিন্দু।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াস উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শৈলকুপা শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি আমাদের শিকড়, আমাদের গর্ব। আমরা চাই এই মাটির মানুষের জন্য আরও কিছু করতে, যার ভিত্তি গড়ে দিচ্ছে এই ফোরাম।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগে কর্মরত শৈলকুপা উপজেলার শতাধিক বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করেন। উপস্থিত কর্মকর্তারা শৈলকুপার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে কীভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।
বক্তারা বলেন, শৈলকুপার মতো উপজেলা থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কাঠামোতে পৌঁছে কাজ করছেন অনেকে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে ও পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সকল কর্মকর্তারা একসাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে শৈলকুপার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।