এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহ জেলার শৈলকুপাতে ডুয়েট শৈলকূপা ইঞ্জিনিয়ারিং সোসাইটি আয়োজিত এক ব্যতিক্রমী ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য র্যালী “।
দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েটের খ্যাতনামা প্রকৌশলী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
সংগঠনটির সভাপতি জনাব প্রকৌশলী এস এম হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী ফারুক আহমেদের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী উদ্যোক্তা তালহা প্লাস্টিক ইন্ডাস্ট্রি’র স্বত্বাধিকারী জনাব প্রকৌশলী আবু কাসেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী হাফেজ বদরুল আলম, জনাব প্রকৌশলী এনামুল হক। আলোচনা পরবর্তী রেলিটি শৈলকুপা পাইলট স্কুল হতে শুরু হয়ে শৈলকুপা ডিগ্রী কলেজ মোড় হয়ে পূণরায় পাইলট স্কুলে এসে শেষ হয়। বক্তাদের আলোচনায় প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তির বিকাশ, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা, ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথিরা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন, যা সম্প্রীতি ও সৌহাদ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।