এ.এস আব্দুস সামাদ: ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় এই ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে।
র্যালিটি ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রায় ১ টার দিকে সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালির পুরো সময়জুড়ে মাওলানা আবু তালিবকে হাত নাড়িয়ে সাধারণ জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে দেখা যায়। তিনি বলেন, “এই ঈদের আনন্দকে জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, তাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রার্থী মাওলানা আবু তালিব এবং সাবেক উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঈদ পরবর্তী র্যালি স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত