এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে সংঘবদ্ধ চোরচক্র লোহার তালা কেটে চুরি করে নিয়ে গেছে কুরবানির জন্য কেনা একটি গরু। ঘটনাটি ঘটেছে (৫জুন) বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময়।
ভুক্তভোগী হামিদুল মিয়া জানান, তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৯৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে বাড়ির পাশেই গোয়ালঘরে লোহার তালা দিয়ে নিরাপদে রেখেছিলেন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে বাইরে বের হয়ে দেখতে পান, গোয়ালঘরের দুটি তালা ভাঙা—আর গরুটি নেই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী। তারা জানান, এর আগেও এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।
স্থানীয়দের অভিযোগ, গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অচিরেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত