এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া গ্রামে সংঘটিত হয়েছে একটি হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ডাকাতির চেষ্টা। গতকাল রাতে সুমন বসুর বাড়িতে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকেই বাড়ির সদস্যরা ঘুমঘুম অবস্থায় অচেতন হয়ে পড়েন। তখন বাড়িতে কেবল একটি ছোট মেয়ে ও পাশের বাড়ির এক চাচাতো বোন অবস্থান করছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী কয়েকজন সশস্ত্রী ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। তারা মেয়েটির মাথার ওপর রামদা ধরে হুমকি দেয় এবং ঘরে কাউকে না পেয়ে মেয়েটিকে একটি কক্ষে আটকে রেখে যায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত থানা পুলিশকে অবগত করে।
এদিকে, পাশের বাড়ির এক ব্যক্তি গেটে আলো ফেলতেই দেখতে পান, দুইজন সন্দেহভাজন ব্যক্তি রামদা হাতে দাঁড়িয়ে আছে। তারা ডাকাতদের ধাওয়া করলে দলটি পালাতে চেষ্টা করে। এ সময় মিল্টন নামে এক সাহসী যুবক একজনকে ধরে ফেললেও পরে ডাকাত দলের অন্য সদস্যরা এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে একটি পুলিশের কটি (পোশাক) উদ্ধার করে, যা এই চেষ্টাকে আরও রহস্যজনক করে তোলে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের কেউ হয়তো পুলিশের ছদ্মবেশে এই অপকর্মে অংশ নিয়েছে।
এলাকাবাসীরা জানান, এর আগেও এই এলাকায় এমন ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে সময়মতো গোয়েন্দা নজরদারি ও আইনগত পদক্ষেপ না নেওয়ায় তারা বারবার রেহাই পেয়ে যাচ্ছে। তারা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা ও এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
👉 স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা জরুরি – শৈলকূপার সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত