স্টাফ রিপোর্টার: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ গতকাল ২রা জুন কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির দক্ষিণ গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে সাবরাং নয়াপাড়া হতে নিখোঁজ মোঃ ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (১৪) কে উদ্ধার করেন এবং অপহরণকারী পানছড়ি পাড়ার মৃত অলি আহমদের পুত্র মো: ইউনুস (৩২) কে গ্রেফতার করেন।
গত ১লা জুন ভিকটিম নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। এরই সুত্রধরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পর অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত আসামী ও তার সহযোগীরা ভিকটিমকে বিদেশে মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করে।
এরই প্রেক্ষিতে ধৃত আসামীসহ সহযোগী আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০৯, তাং-০৩ জুন ২০২৫ইং, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ রুজু হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, আইনি কার্যক্রমের জন্য ধৃত আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত