স্টাফ রিপোর্টার: দিনাজপুরের কাহারোলে সুফলভোগীদের মাঝে বকনা প্যাকেজের উপকরণ বিতরণ। কাহারোল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪ জুন ২০২৫ বুধবার প্রাণি সম্পদ দপ্তরের সামনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের সকল সুফলভোগীদের মাঝে বকনা প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারফরাজ হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আশাদুজ্জামান শুভ, মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীনসহ প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। মোট ৩৯ জন সুফলভোগীদের মাঝে ৪টি পিলার, ৫টি টিন ও ১টি করে কার্পেট বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত