বাংলাদেশ ডেস্ক : নোয়াখালী জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর কাছে প্রকাশ্যে চাঁদা দাবি ও তাকে ধর্ষণের হুমকি এবং আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীর কাছ থেকে মোবাইলে টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ার অভিযোগে চলতি বছরের ১৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আজ তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
মঙ্গলবার (৩ জুন) সকালে কেন্দ্রীয় যুবদলের প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তির আদেশে উল্লেখ করা হয়েছে যে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, পেশিশক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নানা রকম অপকর্মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বহিষ্কৃত এই নেতার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না।
এ বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, কোন অন্যায়কারীর স্থান জাতীয়তাবাদী যুবদলে হবে না। কেন্দ্রীয় কমিটির বহিষ্কারাদেশ সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত। তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগের বিষয়ে তাকে আমরা বারবার সতর্ক করেছি কিন্তু সে তাতে কর্ণপাত করেনি, যে কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠিয়েছি তারই প্রেক্ষিতে আজ তাকে বহিষ্কার করা হলো।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত