বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, রবিবার এই বক্তব্য দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্র চালু করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়া। তিনি শুধু রাজনীতিক নন, সংবাদপত্রের স্বাধীনতার অন্যতম অগ্রদূত।”
১লা জুন যশোর প্রেসক্লাব চত্বরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, “বিএনপি বরাবর গণমাধ্যম বান্ধব দল। দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ থেকে শুরু করে আধুনিক সংবাদ মাধ্যমের প্রসারে বিএনপির সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বিএনপির দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজ সবসময় বিএনপির পাশে ছিল, এ কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন স্বাগত বক্তব্য দেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
‘দেশপ্রেমিক সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত