এ.এস আব্দুস সামাদ: এক যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আজ রোববার (১ জুন ২০২৫) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের ২০১৩ সালের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। তবে, দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ব্যবহার করতে পারবে কি না, সে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন নিজে।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল। এর ভিত্তিতে ২০১৮ সালের ২৯ অক্টোবর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে দেয়।
আজকের রায়ের সময় জামায়াতের পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার ইমরান সিদ্দিক প্রমুখ।
আদালতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, “এটি ন্যায়বিচারের জয়। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমরা সক্রিয়ভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ হলো। দলটি যদি আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সূত্র বলছে, কমিশন খুব শিগগিরই প্রতীক ও নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত