বাংলাদেশ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।
তবে বৈরী আবহাওয়া থাকায় উদ্ধারকাজে নিয়োজিতদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুর আড়াইটার দিকে ভাসানচর থেকে চার পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।
তিনি জানান, যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান।
ইব্রাহিম আরো জানান, ৪১ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত