এ.এস আব্দুস সামাদ: তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি।এই প্রতিপাদ্যকে সামনে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। ৩১মে শনিবার সকাল ১১ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কমিশনার ভূমি সিরাজুল সালেহীনের সভাপতিত্ব বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেল আহমেদ,সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সাংবাদিক আব্দুল জাব্বার, সাংবাদিক ওয়ালিউল্লাহ, থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) শাকিল আহমেদ, স্বাস্থ্য বিভাগের সদস্য সহ অনেকেই বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এবং সমাজ প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তামাক একটি নীরব ঘাতক। এটি যেমন ব্যক্তির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি পরিবেশ, অর্থনীতি এবং সামগ্রিক সমাজব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “তামাক চাষ মাটির উর্বরতা ও ফসল উভয়কেই ধ্বংস করছে। কৃষকদের তামাক চাষ থেকে বিরত রেখে বিকল্প কৃষিপণ্য চাষে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলো নানা কৌশলে কৃষকদের প্রলুব্ধ করে যা প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনের ক্ষতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনসমূহকে এর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত