বাংলাদেশ ডেস্ক : পিকআপভর্তি গাঁজাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব। এসময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা পিকআপ ভ্যান ও ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে আটক করে ঢাকা র্যাব-১০।
শনিবার (৩১ মে) বিকেলে রাসেল মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিত করে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ।
আটক ওই ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তিনি শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপ মিয়ার ছেলে।
আটক অন্যরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার বারেক মিয়ার ছেলে মো. সুজন, মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।
র্যাব জানায়, অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা ও তাদের বহন করা একটি পিকআপভ্যান জব্দ করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ কালবেলাকে বলেন, মাদকসহ আটকের বিষয়টি সঠিক। এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দ. জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত