বাংলাদেশ ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৯৬ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে যৌথবাহিনীর পৃথক অভিযানে ভিজিডির ৯৬ বস্তা চালসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনের নামে মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখার (ডিজিএফআই) দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সহায়তা করেন। দুই ধাপে চলা অভিযানের প্রথম দফায় নারায়ণখোলা বাজারের শাহজাহান বেকারির পাশে নূর ইসলামের মার্কেট থেকে ৪১ বস্তা চালসহ চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণখোলা হাজী মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করতেন। গত ২৯ অক্টোবর ভিজিডি চাল বিতরণের সময় ৫০টি কার্ড সংগ্রহ করে এসব চাল উত্তোলন করে। তার এমন কর্মকাণ্ডে বিব্রত এলাকাবাসী। এসময় এলাকাবাসী তার বিচার দাবি করেন।
নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, জব্দ চাল স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার বিএনপি নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত