এ.এস আব্দুস সামাদ: আম খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন জীবন হোসেন (২০) নামের এক যুবক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বয়াপাড়ীপাড়া এলাকায়, আজগরের বাড়ির পাশে।
নিহত জীবন হোসেনের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ মোল্লা পাড়ায়। তার পিতার নাম রজব আলী। তিনি পেশায় পাইপলাইন নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকেলে আম খাওয়াকে কেন্দ্র করে জীবন হোসেন ও তার কয়েকজন বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। এ সময় অভিযুক্ত বন্ধুরা ধারালো ছুরি দিয়ে জীবনকে আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই রাসেল সাংবাদিকদের জানান, "একটা আম খাওয়াকে কেন্দ্র করে আমার ভাইয়ের জীবন কেড়ে নেওয়া হবে, এটা ভাবতেও পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত