এ.এস আব্দুস সামাদ: সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বকশিপুর গ্রমের তেমাথায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, কোটচাঁদপুর থানা কৃষক দলের সিনিয়র যুগ্মআহবায়ক ও জেলা কৃষদলের সদস্য আবুল কাশেম। ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, কুশনা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোকো পরিষদের জেলা সদস্য খাইরুল হাসান, ওয়ার্ড বিএনপি নেতা মুক্তার হোসেন, বিএনপি নেতা পারভেজ, আলিম হোসেন সহ বিএনপির থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।
অতিথি বৃন্দরা আরো বলেন, জিয়াউর রহমান দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়।
শেষে দোয়া অনুষ্ঠানের সবাইকে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত