স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় ইনসান আলী ও লিটন হোসেন নামে ২ সাংবাদিককে মারধর ও লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ও দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদে এমন ঘটনা ঘটে।
জানা যায়, মির্জাপুর ইউনিয়ন পরিষদে গত চার মাসের VWB ( ভিজিডি) কার্ডের চাল বিতরণ শুরু হয়েছে। এই ইউনিয়নে মোট ২৩৩টি সুবিধাভোগীদের ভিজিডি কার্ড বরাদ্দ রয়েছে। ইতি মধ্যে ১৬০/৬৫ টি কার্ডের চাল বিতরণ করেছে ইউনিয়ন কতৃপক্ষ । কিন্তু কিছু অসাধু ব্যাক্তি কিছু কার্ডের চাল অনিয়ম করার চেষ্টা করলে, সাংবাদিক ইনসান আলী বাঁধা দেয়। এসময় তাকে স্থানীয় বিএনপি নেতা আজাদ মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠে। এদিকে সকালে সাংবাদিক লিটনকে ইউনিয়ন পরিষদ থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। এছাড়াও অভিযোগ পাওয়া যায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসক মাজেদুর রহমান এর উপর চড়াও হোন এই নেতা।
এলাকাবাসী জানায়,গতকালও রামচন্দ্রপুর গ্রামের আরিফুল ইসলাম নামের এক ভিজিডি কার্ডধারী উপকারভোগীকে মারধর করে পরিষদ থেকে বের করে দেয়া হয়েছে।
ভিজিডির চাল নিতে আসা সুবিধাভোগীরা বলেন, চাল নিতে আসা মানুষের সাথে খারাপ ব্যবহার করে আওয়ামী লীগের দোসর বলে দোসারোপ করে পরিষদ থেকে বের করে দিচ্ছে নেতাকর্মীরা।
সাংবাদিক ইনসান আলী বলেন,হুদা মাইলমারি গ্রামের ফেরদৌসী খাতুনসহ আরো একজনের কার্ডে চাল দেওয়ার সময় কার্ড দুইটি কেড়ে নেয় । তিনি বাঁধা দিলে তাকে মারধর করেন বিএনপি নেতা আজাদ ।
বিষয়টি নিয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাজেদুর রহমান বলেন,ভিজিডির চাল নিয়ে দুপুরের দিকে বিশৃঙ্খলা হলেও পরে সঠিক ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা আজাদ বলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক যার যার নামে কার্ড তাদের হাতে চাল বুঝে দেওয়া হয়েছে। চাল আত্মসাৎ বা অনিয়মের অভিযোগ সঠিক না।