নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তৃতীয় দিনের মত বুধবার (২৮ মে) বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নরসিংদী নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউর রহমানসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
এসময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা পাকা, আধা পাকা ও টিনসেড ঘর ও দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা ভেক্যু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
স্থানীয়রা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা-চট্রগ্রাম রেলপথের পাশে ও পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও ফের স্থাপনা গড়ে উঠে। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সর হয়ে চলাচলে বিঘ্ন ঘটাসহ পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, একাধিক নোটিশ ও প্রচারণার পরও এসব অবৈধ স্থাপনা যথাসময়ে সরিয়ে না নেয়ায় পর্যায়ক্রমে অভিযান শুর করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৩ দিন অভিযান চালানো হয়েছে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত