1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

কলেজছাত্রের খুনিকে গ্রেপ্তারের দাবিতে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে কলেজছাত্র আবুল হোসেনকে (১৮) খুনের ঘটনায় জড়িত ব্যক্তির গ্রেপ্তার চেয়ে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাল্লাকোট্টা চান মিয়ার মোড়ে সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কর্মসূচি চলাকালে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর সড়কে অবস্থান নিয়ে অবরোধকারীরা বিক্ষোভ করতে থাকেন। অবরোধ কর্মসূচির কারণে সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন। পরে সুধারাম থানা–পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিহত কলেজছাত্র আবুল হোসেন অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের আবুল কালাম ওরফে আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ২২ মে ছুরিকাঘাতে তিনি নিহত হন। স্থানীয় এক পল্লিচিকিৎসক কথা-কাটাকাটির জেরে তাঁকে ছুরিকাঘাত করেন বলে এ ঘটনায় হওয়া মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত পল্লিচিকিৎসক বর্তমানে পলাতক।

জানতে চাইলে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, আবুল হোসেনের হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামি বারবার অবস্থান পরিবর্তন করায় অভিযানে এখনো সফলতা পাওয়া যায়নি। আশা করা যায়, শিগগিরই তিনি ধরা পড়বেন।

এর আগে আবুল হোসেনের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গত রোববার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট