এ.এস আব্দুস সামাদ:
শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মোল্লা টাওয়ারের নিচতলায় অবস্থিত “শৈলকুপা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র”-এর দক্ষিণ-পূর্ব পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, ২০১৫ সাল থেকে আশপাশের ভবনগুলোর বাসাবাড়ি এবং টাওয়ারের উপরের তলার একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মিতভাবে এখানে বর্জ্য ফেলে আসছে।
এলাকাবাসীর ভাষ্য, ময়লার দুর্গন্ধে জানালা খোলা যায় না। রোগী ও স্বজনদের নাকে রুমাল চেপে চলতে হয়। বিশেষ করে প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য এটি চরম কষ্টদায়ক।
তারা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও ময়লা অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলেও বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।
ভুক্তভোগীরা বলেন,
“এই এলাকায় ময়লা ফেলা বন্ধ করতে হবে। দ্রুত ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার দাবি জানাই।”
তারা পৌরসভা এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত