মোঃ সাকিব খান: মাগুরা শ্রীপুর উপজেলার তখলপুর গ্ৰামের সাবেক বিডিআর সদস্য শহিদুল ইসলামের বড় পুত্র মোঃ আসিফ মাহমুদ সম্পদ ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে রবিবার ২৫ মে সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার বনানী সড়কে একই মোটরসাইকেলে দুজন যাচ্ছিলিন – পিছন থেকে একটি লরি গাড়ি এসে-মোটরসাইকেলে ধাক্কা দেয়ার পর উপর দিয়ে উঠিয়ে দেয়-ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ঘাতক গাড়ি চালক পলাতক, গাড়িটি আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
মোঃ আসিফ মাহমুদ সম্পদ মেরিন ইঞ্জিনিয়ার শিক্ষার্থী আর মাত্র দুই মাসের শেষ বর্ষের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন- মোঃ আসিফ মাহমুদ সম্পদ শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের সাবেক সেনা সদস্য আলাউদ্দিনের নাতি ছেলে ও আলপনার বড় পুত্র ও সাংবাদিক এমদাদ আলীর আদরের ভাগ্নে।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।