ইজারা প্রথা বাতিল করে বাঁওড়সহ জলমহালে সমাজভিত্তিক সমবায় মালিকানা প্রতিষ্ঠার দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে সকালে বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের উদ্যোগে শত-শত জেলে ফেস্টুন হাতে অংশ নেন।
সমাবেশ শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলুহর বাঁওড় পরিদর্শন করেন এবং জেলেদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও আন্দোলনকারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলে নেতারা ৪ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—ইজারা বাতিল, জেলেদের মালিকানা নিশ্চিতকরণ, বাঁওড় উন্নয়নে জাতীয় বোর্ড গঠন এবং জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সভায় এসব দাবির প্রেক্ষিতে মৎস্য উপদেষ্টার কাছে একটি খোলা চিঠিও হস্তান্তর করা হয়।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান ইজারা পদ্ধতিতে প্রকৃত মৎস্যজীবীরা বাঁওড় থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত জলমহাল নীতিমালা সংস্কারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত