মোঃ আব্দুস সামাদ :
ঝিনাইদহের শৈলকুপা বাজারে দুর্বৃত্তদের অভিনব কৌশলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে অগ্রণী ব্যাংক এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার সিদ্ধি গ্রামের বাসিন্দা জিন্নাহ মিয়া।
সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে নামার পরপরই তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জিন্নাহ মিয়ার শরীরে কৌশলে কাঁদা ছুড়ে দেয়। হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। কাপড় পরিষ্কারের জন্য পাশে গেলে সেখানেই রাখা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত চম্পট দেয় দুর্বৃত্তরা।
এই ঘটনার পর শৈলকুপা বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে নজরদারি জোরদার করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এলাকাবাসীর দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত